করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে এবার বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
ডা. শামসুল হক বলেন, ‘ গতকাল (মঙ্গলবার, ১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের জন্য বয়সসীমা ১৮ বছরে নামিয়ে নিবন্ধন চালু করা হয়। আর তখন থেকে এ পর্যন্ত (বুধবার, ২০ অক্টোবর বিকাল ৪টা) পর্যন্ত দুই লাখের বেশি নিবন্ধন হয়েছে। এর আগে করোনা ভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সর্বনিম্ন বয়স ছিল ২৫ বছর।’