‘ক্রিকেটাররা রোবট নয়, মানুষ’

মানবজমিন প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ০০:০০

স্কটল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশের হারের পেছনে ক্রিকেটারদের দায়িত্বহীনতাকেই সামনে আনছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তারাই নন, স্বয়ং বিসিবি সভাপতিও সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তবে কঠিন এই সময়টাতে ক্রিকেটারদের মাথায় হাত রাখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ওমানের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘ক্রিকেটাররা রোবট নয়, মানুষ।’স্কটিশদের বিপক্ষে মাহমুদুল্লাহ দল ৬ রানের লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কোচিং স্টাফসহ, সাকিব-মাহমুদুল্লাহর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন বিসিবি সভাপতি। সেখানেই টিমের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান। তবে প্রধান কোচ ডমিঙ্গো মনে করেন, কঠিন সময়ে ক্রিকেটারদের ওপর দায় চাপানো ঠিক নয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলে প্রোটিয়া কোচ বলেন, ‘আপনি কখনই তাদের ওপর দায় দিতে পারবেন না। ওরা বিশ্বমানের খেলোয়াড়। যেভাবে খেলে অভ্যস্ত, হয়তো বা সেই স্তরের খেলা খেলতে পারেনি। ব্যাপারটা ওরাও জানে। তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।’ডমিঙ্গো বলেন, ‘যদি এটি ( শটগুলো) চার হয়ে যেতো, সবাই বলতো দুর্দান্ত শট। আবার ওই শটে যদি সে আউট হয়, সবাই বলে যে এটি একটি বাজে শট। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রকৃতি। খেলোয়াড়দের মাঠে সিদ্ধান্ত নিতে দিতে হবে। তারা রোবট নয়, মানুষ। কিছু ভুল করবে কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।’ক্রিকেট উন্মাদনায় ভারত-পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এমন একটি দেশের হয়ে খেলাটা সব সময়ই চাপের। সেই চাপ জয় করেই বাংলাদেশের ক্রিকেটাররা লড়াই করতে প্রস্তুত বলে জানালেন ডমিঙ্গো। টাইগারদের প্রধান কোচ বলেন, ‘বিশ্বকাপে সবসময়ই অনেক বেশি চাপ থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী জাতির জন্য। প্রতিটি পারফরম্যান্স যাচাই-বাছাই করা হয়, প্রতিটি ভুল বড় করে দেখা হয়। তাই খেলোয়াড়রা চাপের মধ্যে থাকে। এ কারণেই কিন্তু তারা তাদের দেশের জন্য খেলে। তাদের সেই চাপকে আলিঙ্গন করতে হবে। আশা করি এই চাপই ছেলেদের সেরাটা বের করে আনবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us