এই গল্পের কি শেষ নেই? উপমহাদেশে ধর্ম অবমাননার অভিযোগে দুর্বল জনগোষ্ঠীর ওপর হামলার ইতিহাস অনেক পুরোনো। বেশির ভাগ ঘটনারই শুরু হয় উড়ো খবর বা গুজবে। ডিজিটাল যুগে উড়ো খবরের বাহন হয়েছে ফেসবুক। এবারের শুরুটাও ফেসবুক থেকে।
১৩ অক্টোবর ফেসবুকে ছড়িয়ে গেল যে কুমিল্লার একটি পূজামণ্ডপে হনুমানের প্রতিমার কোলে পবিত্র কোরআন পাওয়া গেছে। কে এই কাজ করেছে, তা জানা যায়নি। কিন্তু সেই যে উত্তাপ ছড়াল, তা প্রতিমা ভাঙচুর এবং হিন্দুদের বাড়ি ও দোকানে হামলার ইন্ধন দিল আরও ১০টি জেলায়। সেই উত্তাপই আগুন হয়ে পুড়িয়ে দিল রংপুরের পীরগঞ্জের একটি দরিদ্র জেলেপল্লি। ইতিমধ্যে এসব হামলা ও সংঘাতের ঘটনায় প্রাণ গেছে ছয়জনের।