ক্ষমতাবান ও সারমেয়-কথা

ইত্তেফাক চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ১০:১৬

কথিত আছে, যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মরাজ কুকুররূপে স্বর্গের দুর্গম রাস্তায় সঙ্গ দিয়েছিলেন। কলিযুগে মানুষের সব থেকে কাছের চতুষ্পদটিও কুকুর। গৃহপালিত ছাড়াও স্ট্রিট ডগ কম উপকারী নয়। তবে বর্তমানে আমরা কুকুরের প্রতি নির্দয় হয়ে উঠছি। বিবিসির এক প্রতিবেদন জানাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন ভিয়েতনামের ফাম মিনহ হুং ও নাগুয়েন থি চি এম দম্পতি। তাদের সঙ্গী ছিল ১২টি পোষা কুকুর। তাদের কাছ থেকে কুকুরের শরীরে করোনা ছড়াবে, পরে তা আশপাশের পশুপাখির মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা থেকে কুকুরগুলোকে মেরে ফেলেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন ঐ দম্পতি। নিন্দার ঝড় উঠেছে ভিয়েতনাম জুড়ে। কুকুরের অধিকার নিয়ে সরব হয়েছেন অনেক প্রাণী-অধিকারকর্মী। তাদের কথা :কোনো যুক্তিতেই কুকুরগুলোকে মেরে ফেলা ঠিক হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us