দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে একাত্তর সালের মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনী হয়ে গেল। আর সেই প্রদর্শনী দেখতে এলেন কংগ্রেসের শীর্ষ নেতা, ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা ভদ্র। এতে কোনো সন্দেহ নেই যে একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা এই সময় ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।