বাংলাদেশে পর্যটন খাতে সব ধরনের শিশুশ্রম বন্ধ করা হবে। একই সঙ্গে শিশু পর্যটকদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে গ্রহণ করা হবে প্রকল্পে। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া এ কথা জানান।
তিনি বলেন, শেখ রাসেল দিবসে আমরা অঙ্গীকার করছি বাংলাদেশের পর্যটন স্থানগুলোতে শিশুবান্ধব অবকাঠামো স্থাপনে কর্মসূচি নেওয়া হবে। পর্যটন সেক্টরে বন্ধ করা হবে সব ধরনের শিশুশ্রম। করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে শিশু পর্যটকদের জন্য বিশেষ উপহার দেওয়া হবে।