ইতালি ও রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। স্পিকারের সঙ্গে আরও ফিরেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আবিদা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।
জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ ও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরামে’ অংশ নেন স্পিকার।