কেরালায় ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ২৬

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১৯:১৩

ভারতের জাতীয় দুর্যোগ উদ্ধার বাহিনী (এনডিআরএফ) এবং প্রতিরক্ষা বাহিনীকে কেরালায় উদ্ধার ও ত্রাণ কাজে নামানো হয়েছে। সেখানে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।


সংবাদ সংস্থা এএনআই রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২৬ জনের মধ্যে ১৩ জন  কোট্টায়াম, ৯ জন ইদুক্কি এবং ৪ জন আলাপুঝা জেলার বাসিন্দা।


সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয়দের সঙ্গে রোববার সকালে কোট্টায়াম জেলার কুটটিকাল এবং ইদুক্কি জেলার কোক্কায়ারে উদ্ধার কাজ শুরু করে। সেখানে ভারী বর্ষণের সঙ্গে ভূমিধসের কারণে এক ডজনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us