বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরে যমুনা নদীতে গোসল করতে নেমে মেডিকেল কলেজে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোসাব্বির ফাহিম। শনিবার সকালে প্রেম যমুনার ঘাটে গোসল করতে নেমে ডুবে তার মৃত্যু হয়। ফাহিম দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়ার গাবতলীর উপজেলার হাতিবান্ধা গ্রামে। বাবার নাম ফজলুল করিম।