ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে পানিতে ডুবে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে।
শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৩ থেকে ১৫ বছর বয়সী ১৫০ শিক্ষার্থী সিলেউয়ুর নদীর আবর্জনা অপসারণে অংশ নেয়। তাদের মধ্যে ২১ জন পানিতে পড়ে গেলে ১১ শিক্ষার্থী মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় দুইজন হাসপাতলে ভর্তি করা হয়েছে।