ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খান। সম্প্রতি তার সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’র শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সেই গৃহবধূরসহ পুরো পরিবার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেয়েছেন।
ওই গৃহবধূর পরিবার শুক্রবার শাকিব খানের শুটিং সেটে হাজির হয়েছিলেন। এ সময় সিনেমা ইউনিটের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন।