মাথাপিছু আয় বৃদ্ধিতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে। দারুণ খবর! সরকার উৎফুল্ল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস কি আছে? নেই। কারণ সে তো তার নিজের আয় বৃদ্ধি দেখছে না, দেখছে সব জিনিসের দাম বৃদ্ধি। কী কী কারণে দাম বেড়েছে তা ব্যাখ্যা করছে সরকার এবং ব্যবসায়ী মহল। কিন্তু খাদ্যপণ্যের বাজারে আগুনের হলকা ছুটছে। সাধারণ মানুষের জন্য খাওয়া শুধু তৃপ্তির বিষয় নয়, পুষ্টির প্রয়োজন মেটানোর বিষয়ও বটে। ঠিকমতো না খেলে শরীরে শক্তি পাবে কীভাবে? ছোটবেলা এ কথা শোনেনি এমন মানুষ খুব কমই আছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি সেই খাবারে এবং পুষ্টিতে টান ধরায় তখন পেটের কষ্টের সঙ্গে মানসিক কষ্টও বেড়ে যায়। নিরুপায় মানুষ বাজারে কেনাকাটা করে আর অসহায়ের মতো বলে সব জিনিসের দাম বাড়লে বাঁচব কীভাবে? সরকার কি কিছু করবে না?