দেশের বিভিন্ন নৌপথে চলাচলের জন্য নিবন্ধন আছে ৫৬৯টি স্পিডবোটের। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যাত্রী পরিবহন করে দুই হাজারের বেশি স্পিডবোট। এসব নৌযান চালান প্রশিক্ষণবিহীন চালকেরা। নৌপরিবহন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সূর্য ডোবার পর দ্রুতগামী এই নৌযানের চলাচল নিষিদ্ধ। কিন্তু অনেক ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাও মানা হয় না।
কোনো দুর্ঘটনার পর এসব অনিয়ম আলোচনায় আসে। তবে ঘটনার কিছুদিন যেতে না যেতে আলোচনা মিইয়ে যায়। অদক্ষ চালক দিয়ে নিবন্ধনবিহীন স্পিডবোট চলাচল বন্ধে তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না।