সীমান্ত বিরোধের অবসানে ভুটান ও চীন চুক্তিবদ্ধ হয়েছে। দুই দেশ এই বিষয়ে যে চুক্তি করেছে, তাকে ‘তিন পদক্ষেপ রোডম্যাপ’ বলা হয়েছে। ভারত এই নতুন বোঝাপড়া সতর্কতার সঙ্গে লক্ষ করছে। গত বৃহস্পতিবার দুই দেশ ওই চুক্তিতে সই করেছে। এক বিবৃতিতে ভুটান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো টানডি দোরজি ও চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ জিয়াংঘাও ওই তিন পদক্ষেপ রোডম্যাপ অনুচুক্তি বা সমঝোতাপত্রে সই করেছেন।