অতিমারির দুঃসময়ে হাত ধোয়ার গুরুত্ব পেয়েছে ভিন্ন মাত্রা। হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। হাতে লেগে যাওয়া রোগজীবাণু ও ময়লা ধুয়ে ফেলা না হলে তা চোখ, মুখ কিংবা নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে, হতে পারে শ্বাসতন্ত্র কিংবা পরিপাকতন্ত্রের সংক্রমণ (ডায়রিয়া, পেটের পীড়া)। তাই হাত ধোয়া আবশ্যক। ‘আমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ, চলো একসাথে এগিয়ে চলি’, এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবছরের মতো এবারও পালিত হতে যাচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়া প্রসঙ্গে মানুষ যাতে সচেতন হয়, সেই উদ্দেশ্যেই এই দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে।