চীনে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন পরিষেবা বন্ধ করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার লিংকডইনের পক্ষ থেকে এমনটি বলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইটটি কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হওয়ার পরই এই ঘোষণা দিয়েছে। লিংকডইন-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাক শ্রফ তার ব্লগে জানিয়েছেন, ‘চীনে আমরা অপারেটিংয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিবেশের সম্মুখীন হচ্ছি।’ লিংকডইন জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে তাদের সাইটে শুধু ‘ইনজবস’ নামে একটি চাকরির সংস্করণ চালু করবে । সেখানে সামাজিক ফিড ও কোনো ধরনের আর্টিকেল পোস্ট করা বা শেয়