প্রতি বছর শরৎকালে বাঙালি হিন্দু সম্প্রদায় দেবী দুর্গার পূজা করে থাকে। প্রতি বছর আশি্বন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে দেবী দুর্গার পূজা শুরু হয়। দশমী তিথিতে পূজা সমাপ্ত হয়। দেবী দুর্গার মৃণ্বয়ী প্রতিমা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। অবশ্য ষষ্ঠী তিথিতে হয় দেবী দুর্গার বোধন বা জাগরণ।
দেবী দুর্গা শক্তিপ্রদায়িনী দেবী। তার কাছে ভক্তরা কেবল শক্তি নয়, রূপ, ধন, যশ এবং শত্রুর বিনাশের জন্য প্রার্থনা করে; রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, দ্বিষোজহি।