প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা রাজপথে, শিক্ষামন্ত্রী–উপমন্ত্রী কী করেছেন?

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ২২:৫০

প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য সরকার অনেক কর্মসূচি নেওয়ার কথা বললেও তাদের শিক্ষার বিষয়টি অবহেলিতই থেকে গেছে। সরকারি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর শিক্ষকেরা ঠিকমতো বেতন-ভাতা পেলেও বেসরকারি বিদ্যালয়গুলো কীভাবে চলছে, সেই খোঁজ প্রতিবন্ধী হিতৈষী সরকারের কর্তাব্যক্তিরা রাখেন না। রাখলে আজ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে রাজপথে লাগাতার আন্দোলন করতে হতো না। তা-ও এই করোনাকালে।


যখন শিক্ষকেরা নিরুপায়, তখনই এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হন। এর আগে তাঁরা সরকারের কাছে অনেক আবেদন-নিবেদন করেছেন। কাজ হয়নি। শিক্ষকেরা বলেছেন, এবারে তাঁরা দাবি আদায় করেই ঘরে ফিরবেন। প্রথম আলোর খবর অনুযায়ী, গত সোমবার সকালে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি’-এর ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা কর্মসূচি করতে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করলে পুলিশ শাহবাগ মোড়ে তাঁদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা শাহবাগে জাদুঘরের সামনে বসে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us