সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিখ্যাত টাইটানিক জাহাজের আদলে বানানো হয়েছে পূজার মণ্ডপ। ব্যতিক্রমী এই মণ্ডপ ভক্ত ও দর্শনার্থীদের নজর কেড়েছে। পারুলিয়া জেলেপাড়ায় সার্বজনীন মন্দির কমিটি তৈরি করেছে এই ব্যতিক্রমী পূজামণ্ডপ। আয়োজকদের দাবি, এটি খুলনা বিভাগের অন্যতম মণ্ডপ। সরেজমিনে দেখা গেছে, দি টাইটানিক মণ্ডপে ভক্তি অর্ঘ্য অর্পণ করছেন পারুলিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। জেলায় এবার ৫৮১টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।