শুরুতেই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে। কারণ ধর্ম যার যার ঠিকই তবে উৎসব তো সবারই। গত বছরের মতো এ বছরও বাস্তবতার নিরিখে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ পূজা অনুষ্ঠান আয়োজন ও উদযাপন বেশ কিছুটা চ্যালেঞ্জিং হলেও তা প্রায় ভালোই ভালোই চলেছে।
তবে, পূজা শেষ হয়ে গেলেও এর শিক্ষাটা যদি সকলের হৃদয়ে প্রোথিত হতে পারে তবে সেটাই হবে দুর্গাপূজার আসল শিক্ষা। দুর্গাপূজার শিক্ষাটা কি এবং কেমন-সেদিকে লেখার পরের অংশে আলোকপাত করে আবারও আশা করব আমরা যেন সে শিক্ষা ভুলে না গিয়ে হৃদয়ে ধারণ করতে পারি। বাস্তবে কাজে লাগাতে পারি।