দেশের চলতি অর্থবছর ২০২১-২২ এর প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৫ দশমিক ৩১ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে এক হাজার ৫৯১ প্রকল্পের বিপরীতে এডিপি বাস্তবায়নে ১২ হাজার ৫৬৬ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে।
বুধবার পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকা।