আগামী ২০ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা উৎসব। এদিন থেকে পার্বত্য চট্টগ্রামের বিহারগুলোতে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। এ উৎসবকে ঘিরে পাড়া-মহল্লায় শুরু হয়েছে ফানুস (আকাশ প্রদীপ) তৈরি।
এবার কঠিন চীবর দান অনুষ্ঠানকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলায় প্রায় পাঁচ হাজার ফানুস উড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা। রঙিন কাগজ জোড়া দিয়ে, বাঁশের রিং ও মোমের সাহায্যে একেকটি ফানুস তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে ২০০ টাকা।