করোনা কালে ডিকশনারিতে যে কয়টি শব্দ শান-শওকতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর মধ্যে একটি হলো ‘প্যানিক বায়িং’। বাংলা করলে দাঁড়ায়- দ্বিগবিদিক জ্ঞানশূন্য হইয়া কেনাকাটা। ওই সময় অস্ট্রেলীয়দের দেদার টয়লেট টিসু কেনার খবর নিয়ে হাসাহাসি করেছিল বাদবাকি বিশ্ব। এবারও শুরু হয়েছে আরেক মহামারি। জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে গোটা দুনিয়া। যথারীতি শুরু হয়েছে প্যানিক বায়িং।
এবারের ক্রেতারা ভিন্ন। সাধারণ মানুষ তো বটেই, দ্বিগবিদিক জ্ঞানশূন্য হয়ে জ্বালানি সংগ্রহে মেতেছে বড় অর্থনীতির দেশগুলোও। পেট্রোল পাম্পগুলোতেও দারুণ ভিড়। যার গাড়িই নেই, তিনিও কিনে রাখছেন গ্যালনে গ্যালনে পেট্রোল। রিজার্ভের দাপট দেখানো বড় দেশগুলোর এমন আখের গোছানোর মধ্যে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর আপাতত চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই যেন।