রাজধানীর শ্যামলীতে একটি মোটরসাইকেল শোরুমের ম্যানেজার ও টেকনিশিয়ানকে কুপিয়ে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে ১০-১২ জনের ডাকাত দল। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শোরুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (৩৮) ও টেকনিশিয়ান হাসান (২৭)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।