অর্জুন রানাতুঙ্গা, অরভিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়াদের ৯৬'র বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার সোনালী প্রজন্মের অংশ ছিলেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারাত্নে দিলশান, লাসিথ মালিঙ্গারা। কিন্তু বারবার ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ ছিলো লঙ্কানদের এই তারকা খেলোয়াড়দের ব্যাচ।
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৯ সালের বিশ্ব টি-টোয়েন্টির পর ঘরের মাঠে এককভাবে আয়োজিত ২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টিতেও ফাইনালে গিয়ে থামতে হয় সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের। তাদের সেই অপেক্ষার অবসান ঘটে ২০১৪ সালে, বাংলাদেশের মাটিতে।