লক্ষ্মীপুরে সাত বছরের শিশু নুসরাত জাহানকে ধর্ষণের পর হত্যা মামলায় শাহ আলম রুবেলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ জরিমানা অনাদায়ে আরো চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন। এ মামলায় বোরহান উদ্দিন নামে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।