সেই ১৯৬৭, ’৬৮, ’৬৯ থেকে একসঙ্গে আমরা। আমি, ইনাম ভাই, আতাউর রহমান, জিয়া হায়দাররা ছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য। সেখান থেকেই শুরু। ’৭০ ও ’৭১ সালের উত্তাল সময়ে পথেঘাটে, বাংলা একাডেমিতে—কোথায় না নাটক করেছি আমরা। ছাত্র ইউনিয়নের সংস্কৃতি সংসদের হয়ে ট্রাকে, মঞ্চে কত যে বিপ্লবের নাটকে অভিনয় করেছি। নাগরিক নাট্য সম্প্রদায়ের শোগুলো একসঙ্গে করে গেছি। আমার অত্যন্ত আপনজন, ঘনিষ্ঠ বন্ধু ও শ্রদ্ধেয় বড় ভাই ইনাম ভাই—আমি একজন আপনজনকে হারালাম।