আজ ১২ অক্টোবর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দিবস। নানা সীমাবদ্ধতা কাটিয়ে উত্তর জনপদের অন্যতম বিদ্যাপীঠ এখন চতুর্দশ বছরে পদার্পণ করছে। ২০০৮ সালের ১২ অক্টোবর যাত্রা শুরু করে এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি। তবে ২০০৯ সালের ৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।
শুরুতে ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সময় স্বল্পতার কারণে নতুন করে জমি অধিগ্রহণ না করে কারমাইকেল কলেজের ৭৫ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। রংপুর শহরের পার্কের মোড়ে এর অবস্থান। সেখানে ২০১১ সালের ৮ জানুয়ারি যাত্রা শুরু করে।