রাজধানীর রমনা কালীমন্দিরের দুর্গামণ্ডপের অন্তত দেড় শ গজ সামনে থাকা ফটকে চোখ আটকে যায়। ফটকের ঠিক ডান পাশে বিরাট এক ক্যানভাসে আঁকা ছবি। মানুষের ছায়া পড়লে যেমনটা লাগে, এটাও তেমনি। শুধু অবয়ব। দেখে বুঝতে অসুবিধা হয় না, এটি দেবী দুর্গার। তাঁর কাঠামোতে যা থাকে, অর্থাৎ দুর্গা, তাঁর পায়ের নিচে সিংহ আর ত্রিশূলবিদ্ধ অসুর, এখানেও তা-ই রয়েছে। মন্দির কর্তৃপক্ষ বলছে, এটি ছায়ামূর্তি।
এবার এ পূজার আয়োজনে বিশেষত্ব আছে। সেটি হলো, প্রথমবারের মতো দেশের অন্যতম এই বৃহৎ মন্দিরের দুর্গাপূজার ভার নারীরা নিয়েছেন। এই বিশেষত্বের এক প্রতীকী উপস্থাপন ছায়ামূর্তি।