রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংককে খেলাপি ঋণ আদায় জোরদারের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সম্পদ দায় ব্যবস্থাপনায় পেশাদার আচরণের পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া ঋণ ও বিনিয়োগের পরিকল্পনা না থাকলে তাদের আমানত সংগ্রহে অতি উৎসাহী না হওয়ার নির্দেশ দিয়েছে।