শেষ বেলায়ও সেই বাঙালিই থাকতে চাই

ইত্তেফাক সুধীর সাহা প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:৩১

ক্ষমা করা আর ক্ষমা চাওয়া—দুটোই হচ্ছে জীবনের অন্যতম শিক্ষা। বাঙালি কখনো এ শিক্ষা ভুলে যায়নি। পদে পদে তার প্রমাণ রেখেছে বাঙালি। শত দুর্ভোগেও বাঙালি তার রসবোধ হারায় না—এটা বাঙালির আর এক সত্যের সন্ধান। এসব নিয়েই মূলত বাঙালিয়ানা। বাঙালির দুর্যোগ আছে, থইথই বৃষ্টির জল আছে। তার পরও তার রসবোধের কমতি নেই। জমা জলে বাটি দিয়ে মাছ ধরার আনন্দও তাকে তার রসবোধই উপহার দেয়। যে জাতির রসবোধ নেই, সে জাতির কিছুই নেই—কিন্তু বাঙালির আছে। বাঙালির রসবোধটুকু আছে। আর আছে বলেই নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির মধ্যেও বাঙালি ঘরে আটকে থাকে না। ভেসে যাওয়া শহরের রাস্তায় বাঙালি নির্দ্বিধায় বানের জলে ভেসে আসা মাছ ধরতে নেমে পড়ে। দেখুক না পাড়া-পড়শি, দেখুক ভার্চুয়াল দুনিয়া, ফেসবুক লাইভ—কে দমে তাতে! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us