নস্টালজিক ব্র্যান্ড মটোরোলা এ দেশে মোবাইল ফোনের কারখানা তৈরি করতে চায়। মোবাইল ফোন প্রেমীদের হাতে তুলে দিতে চায় ‘মেড ইন বাংলাদেশ’ লেখা মটোরোলা ফোন। করোনা মহামারি সেই পরিকল্পনা খানিকটা পিছিয়ে দিলেও সম্ভাবনাকে শেষ করে দেয়নি। এ লক্ষ্যে আগামী মাসে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পরিদর্শনে আসছে বলে জানালেন এ দেশে মটোরোলার ন্যাশনাল সেলস পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মটোরোলা ফিচার ফোনও আনবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সাকিব আরাফাত আশাবাদী, করোনার ধাক্কা কাটিয়ে দেশের মোবাইল ফোনের বাজার আরও বড় হবে। ফাইভ-জি নেটওয়ার্ক চালুর সময় মটোরোলা স্টাইলিশ ফাইভ-জি স্মার্টফোন নিয়ে সেই যাত্রায় শামিল থাকবে।