হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এ বছর কুড়িগ্রামের উলিপুরে ১২২টি মন্দিরে ৫শ কেজি করে মোট ৬১ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু মন্দির গুলোর কর্তৃপক্ষকে চালের বিপরীতে ডিও লেটার জমা নিয়ে ১৩ হাজার টাকা করে (২৬ টাকা প্রতিকেজি) দিয়েছে একটি সিন্ডিকেট । অথচ সরকারকে ওই চাল ৪০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। সে হিসেবে উলিপুরের জন্য প্রকৃত বরাদ্দের প্রায় ৮ লাখ ৫৪ হাজার টাকা কম পেয়েছেন মন্দির কর্তৃপক্ষ। উলিপুর উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা শাহীনুর রহমান এসব তথ্য জানান।