আজ ১২ অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস। প্রতিবছর এই দিনটি সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হয়। দিবসটি পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থ্রাইটিস সম্পর্কে জনমনে ধারণা ও সচেতনতা তৈরি করা। তার জন্য শুরুতেই আমাদের আর্থ্রাইটিস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। আর্থ্রাইটিস নামে পরিচিত এই বাতরোগ মূলত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহ। এটি এক বা একাধিক জয়েন্টকে আক্রান্ত করে। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রবীণদের মধ্যেই বেশি পরিলক্ষিত হয়। গবেষণায় দেখা যায় প্রতি পাঁচজনের একজনই এই রোগে আক্রান্ত।
আর্থ্রাইটিসের সবচেয়ে সাধারণ ধরন হলো অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মূলত অনেকগুলো ধরনের সমন্বিত রূপ। প্রায় ২০০ ধরনের আর্থ্রাইটিস সমস্যার কথা জানা যায়। তবে কিছু সাধারণ ধরন খুব বেশি পরিচিত।