প্রতি বছরের ১১ অক্টোবর বিশ্বজুড়ে জাতিসংঘের রাষ্ট্রসমূহে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। এবারে দিবসটি যখন পালিত হচ্ছে, তখন বাংলায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। অসুর দমনে নারীশক্তির যে উদ্বোধন মন্ত্র উচ্চারিত হয় দুর্গাপূজায়, তার সঙ্গে আন্তর্জাতিক কন্যা দিবসের সুর এবার যেন মিলেমিশে গেছে।
আমাদের সমাজে আবহমান কাল ধরেই নারীশক্তির যে আবাহন সঙ্গীত গীত হয়ে আসছে, তার সঙ্গে আমাদের বাস্তব চিত্রের কি কোনো মিল আছে? দুর্গাপূজা এলেই আমরা সমবেত হই। মাতৃরূপেন সংস্থিতার কাছে নিজেদের সমর্পণ করি, গাই নারীশক্তির জয়গান। এভাবে উৎসবে-পার্বণে বা জাতীয় ও আন্তর্জাতিক নানা দিবসকে ঘিরে আমরা যে শুদ্ধব্রতে সমবেত হয়, বছরের বাকি দিনগুলোতে বা আমাদের জীবনের প্রাত্যহিকতার সঙ্গে তার কি কোনো মিল খুঁজে পাই?