ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভির নয়টি খুঁটি ভেঙে পড়েছে। শনিবার (৯ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে খুঁটিগুলো ভেঙে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। এ ঘটনায় মির্জাপুর উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার পর থেকে মহাসড়কের মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে যান চলাচল বন্ধ রয়েছে। সার্ভিস লেনের পাশ দিয়ে অপরিকল্পিতভাবে ড্রেনের মাটি কাটায় খুঁটিগুলো ভেঙে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।