১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এ টুর্নামেন্টে সবাই না হোক, অধিকাংশ দলই নামবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। বিশ্বসেরার স্বীকৃতির চেয়ে বড় প্রাপ্তি তো আর কিছু হয় না! তবে সে সঙ্গে বাড়তি কিছু পেলে মন্দ হয় না। আইসিসি সেই ‘বাড়তি’র খবরটা জানিয়ে দিল আজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মূল্যমানে প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
শুধু বিজয়ীরাই যে হাসিমুখে বাড়ি ফিরবে এমন নয়। ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারা দলের আক্ষেপটা মিটিয়ে দেওয়ার জন্য আইসিসির পক্ষ থেকে আট লাখ ডলার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর দুই সেমিফাইনালে হারা দুই দল পাবে চার লাখ ডলার করে।