মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় অদম্য লড়াইয়ের জন্য ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির চেয়ারপারসন বেরিট রেইস-অ্যান্ডারসন বলেছেন, মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ফিলিপাইন ও রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাঁদের সাহসী লড়াইয়ের জন্য শান্তি পুরস্কার পাচ্ছেন। তিনি বলেন, একই সঙ্গে তাঁরা প্রতিনিধিত্ব করছেন বিশ্বের ওই সব সাংবাদিকের, যাঁরা এই আদর্শের পক্ষে লড়ছেন, যে বিশ্বে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্রমবর্ধমান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। অ্যান্ডারসনের বক্তব্যে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার লড়াইকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা আমাদের জন্যও আনন্দের ও অনুপ্রেরণার। কেননা আমরাও সেই লড়াইয়ের অংশীদার।
নোবেল কমিটির পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, ‘মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত’। তারা আরও বলেছে, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা এবং যুদ্ধের প্রচারণার বিরুদ্ধে সুরক্ষা হচ্ছে মুক্ত, স্বাধীন ও তথ্যভিত্তিক সাংবাদিকতা। জনসাধারণের অবহিত থাকা নিশ্চিত করায় মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতার অপরিহার্যতার কথা উল্লেখ করে নোবেল কমিটি বলেছে, এগুলো গণতন্ত্রের পূর্বশর্ত।