শান্তিতে নোবেল পুরস্কার সাহসের উৎস হোক

প্রথম আলো কামাল আহমেদ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১৮:২২

মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় অদম্য লড়াইয়ের জন্য ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির চেয়ারপারসন বেরিট রেইস-অ্যান্ডারসন বলেছেন, মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ফিলিপাইন ও রাশিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাঁদের সাহসী লড়াইয়ের জন্য শান্তি পুরস্কার পাচ্ছেন। তিনি বলেন, একই সঙ্গে তাঁরা প্রতিনিধিত্ব করছেন বিশ্বের ওই সব সাংবাদিকের, যাঁরা এই আদর্শের পক্ষে লড়ছেন, যে বিশ্বে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্রমবর্ধমান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। অ্যান্ডারসনের বক্তব্যে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার লড়াইকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তা আমাদের জন্যও আনন্দের ও অনুপ্রেরণার। কেননা আমরাও সেই লড়াইয়ের অংশীদার।


নোবেল কমিটির পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, ‘মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত’। তারা আরও বলেছে, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা এবং যুদ্ধের প্রচারণার বিরুদ্ধে সুরক্ষা হচ্ছে মুক্ত, স্বাধীন ও তথ্যভিত্তিক সাংবাদিকতা। জনসাধারণের অবহিত থাকা নিশ্চিত করায় মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতার অপরিহার্যতার কথা উল্লেখ করে নোবেল কমিটি বলেছে, এগুলো গণতন্ত্রের পূর্বশর্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us