সিলেট নগরে চার মাস আগে ক্রমিক ভূকম্পন অনুভূত হওয়ার পর ছয়টি বিপণিবিতান ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ সময় নগরের ২৭টি ওয়ার্ডের ৪২ হাজার ভবনে সমীক্ষা চালিয়ে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতেও তারা উদ্যোগী হয়েছিল। তবে বাস্তবে সে উদ্যোগ আর এগোয়নি।
এর মধ্যেই গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।