ফের চিনকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান এমএম নরবণে। বললেন, “লাদাখে প্রকৃত নিয়নন্ত্রণরেখা থেকে চিন যদি সেনা না সরায়, তা হলে ভারতও সরাবে না।” সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল ২০০ চিনা সেনা। ভারতীয় বাহিনীর বাধার মুখে পড়ে পিছু হঠে তারা। দু’পক্ষের সংঘর্ষও হয়। সরকারি সূত্রে খবর, চিনের দিকে মল্ডো পয়েন্টে রবিবারই দু’দেশ সেনা সরানো নিয়ে বৈঠকে বসবে। তার আগেই ভারতীয় সেনাপ্রধানের এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।