গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী গ্রামের সারাহ রিসোর্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জিল্লুর আহমেদ (৬৮) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। জিল্লুর ঢাকার গুলশান এলাকার জহুরুল হকের ছেলে।
শ্রীপুর থানার এসআই আরশাদ মিয়া জানান, জিল্লুর আহমেদ সপরিবারে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই রিসোর্টে বেড়াতে আসেন। শুক্রবার দিনব্যাপী ঘোরাফেরার পর রাতের খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুরের বড় ভাই জামাল আব্দুন নাসের কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। দরজা খোলার পর জিল্লুর আহমেদের শারীরিক অবস্থা অস্বাভাবিক দুর্বল দেখতে পান।
ওই পরিবারের সঙ্গে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার (৯ অক্টোবর) লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।