জ্বালানি স্বল্পতার কারণে লেবাননের দুটি বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ও অর্থনৈকভাবে সংকটে থাকা দেশটি শনিবার বিদ্যুৎহীন অন্ধকারে পতিত হয়েছে। এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। সরকারি সূত্র জানায়, এই ব্ল্যাকআউট কয়েকদিন ধরে চলতে পারে। এতে দেশটির ৬০ লাখ মানুষ ভুক্তভোগী হবেন।