এক দিনে চাকরির ১৪টি পরীক্ষা আছে দেখেছেন নিশ্চয়ই। এতে পিএসসির একটি নন–ক্যাডারের পরীক্ষাও আছে। এখন আপনাদের পরিকল্পনা কী?
সোহরাব হোসাইন: এক দিনে এত পরীক্ষা পড়েছে, তাই চাকরি পরীক্ষার্থীদের বিপাকে পড়াই স্বাভাবিক। তবে আমরা ওই দিনের পরীক্ষা পিছিয়ে দিয়েছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণায়ের নন–ক্যাডারের ওই পরীক্ষা ১৪ অক্টোবর নেওয়া হবে। আমরা নিয়োগজটের বিষয়টি মাথায় রেখে এখন থেকে নতুন যে নিয়োগ পরীক্ষা দেওয়া হবে, তা শুক্র ও শনিবার না রাখার চিন্তা করেছি। নিয়োগজট কমে গেলে আবার শুক্র–শনিবার পরীক্ষা নেবে পিএসসি। আমরা চাই না আমাদের পরীক্ষার কারণে কোনো চাকরিপ্রার্থী ভোগান্তির শিকার বা বঞ্চিত হোক। কেননা একজন চাকরিপ্রার্থী এক দিনে একাধিক পরীক্ষা দিলে কোনো পরীক্ষাই ভালোভাবে দিতে পারবেন না বা একটা মিস করতে পারেন।