উচ্চ আদালতে জামিন আবেদন করবেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তবে সোমবারের আগে জামিন শুনানি হচ্ছে না। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গতকাল শুক্রবার মুম্বাইয়ের এসপ্লানেড ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন আরিয়ান খান। তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী সতীশ মানশিন্ডে। তবে আদালত জামিন আবেদন নাকচ করে মুম্বাইয়ের আর্থার জেলে পাঠানোর নির্দেশ দেন। খবরে প্রকাশ, আরিয়ান খান উচ্চ আদালতে জামিন আবেদন করবেন।