টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে একপ্রকার চমকই দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট তথা খেলাধুলার টালমাটাল অবস্থার মধ্যেও চলছে বিশ্বকাপের প্রস্তুতি। যা আরও বেগবান করতে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে।
শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।