পৃথিবীর চারপাশে ঘুরপাক খাচ্ছে রহস্যময় এক বস্তু। একটি গ্রহাণু নাকি ধূমকেতু তা নিয়ে বিজ্ঞানীদের মনে রহস্যের জন্ম দিয়েছে। বিজ্ঞানীদের কেউ কেউ বলছেন, এর লেজের অংশ থেকে ধূমকেতুর লেজ বলে মনে হচ্ছে। আবার কারও মতে, এটি মূল গ্রহাণু থেকে ছিটকে বের হওয়া আরও একটি গ্রহাণু। কেউ আবার মনে করছেন, মহাকাশে স্রেফ ধুলার স্তর ছাড়া তা আর কিছুই নয়।