প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরলে সাংবাদিক ও সম্পাদকদের মুখোমুখি হন, নানা প্রশ্নের জবাব দেন। এবারও জাতিসংঘের ৭৬তম অধিবেশন থেকে ফিরলে এর ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রী যেসব প্রশ্নের উত্তর দিয়েছেন তার একটি ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে কেন গবেষণা কেন কম হচ্ছে তা নিয়ে। প্রধানমন্ত্রী এর উত্তর দিতে গিয়ে বলেছেন বিষয়টি দু:খজনক।
আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে পরিমাণ গবেষণাকর্ম প্রকাশিত হচ্ছে, তা মোটেই আশাব্যঞ্জক নয়। পাবিলক তথা সরকারি বা বেসরকারি- দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান এবং পরীক্ষা নিয়ে গ্র্যাজুয়েট সৃষ্টির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত এক তথ্য অনুসারে, দেশে উল্লেখযোগ্যসংখ্যক পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে কোনো গবেষণা কার্যক্রম হয়নি।