উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে সরকারি অতিথিশালায় আটক করে রাখার পর প্রিয়ঙ্কা গাঁধী সেখানকার ঘর ঝাঁট দিয়ে সাফ করেছিলেন। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তা নিয়ে কটাক্ষ করে বললেন, ‘‘জনতা ওঁকে এরই যোগ্য করে তুলতে চায়।’’যোগীর এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার করতে প্রিয়ঙ্কা আজ একটুও দেরি করেননি।