নাটোর বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলুর বাড়ি শহরের আলাইপুর এলাকায়। তাঁর এই বাড়ি জেলা বিএনপিরও কার্যালয়। রাস্তার অপর পাশে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বাড়ি। তিনি এর আগে এক দশক রুহুল কুদ্দুসের সঙ্গে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, জেলা বিএনপি এখন এই দুই নেতার বাড়ির মধ্যেই বন্দী। সর্বশেষ কবে কোনো খোলা চত্বরে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করে বিএনপি কোনো কর্মসূচি পালন করেছে, তা মনে করতে পারছেন না দলের নেতারাই।