দক্ষিণ চীন সাগরে থাকা মার্কিন সাবমেরিনে 'অচেনা বস্তু'র আঘাতে ১৫ সেনা আহত হয়েছেন।
আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদেন বলা হয়, গত শনিবার ইউএসএস কানেকটিকাট নামের ওই সাবমেরিনের সঙ্গে 'অচেনা বস্তু'র সংঘর্ষ হয়।